সৌদির সোফিয়া আসবে বাংলাদেশে?

সোফিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে আসার জন্য। সোফিয়া সৌদি আরবের নাগরিক। গত ২৬ অক্টোবর সোফিয়াকে নাগরিকত্ব প্রদান করে সৌদি আরব। বিশ্বে এটাই প্রথম ঘটনা। কারণ সোফিয়া একজন রোবট!

আগামী ৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’। পঞ্চমবারের মতো আয়োজিত ওই উৎসবেই আমন্ত্রণ জানানো হয়েছে রোবট সোফিয়াকে। চার দিনব্যাপী ওই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। চার দিনব্যাপী ওই উৎসবের প্রতিপাদ্য করা হয়েছে ‘রেডি ফর টুমরো।’

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, উৎসবে গুগল, নুয়ান্স, ফেসবুক, অ্যাংরিবার্ড, কোয়ালকম, মটোরোলাসহ শীর্ষ আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন সেশনে অংশ নেবেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দুইবার অস্কার জয়ী সফটওয়্যার প্রকৌশলী নাফিস বিন জাফর ও রোবট সোফিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তবে এদের কেউ আসার সিদ্ধান্ত জানায়নি।’

হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস সোফিয়াকে তৈরি করেছে। গত ২৬ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ সম্মেলনে সোফিয়াকে নাগরিকত্ব প্রদানের বিষয়টি জানানো হয়।

ওই সম্মেলনে ‘থিংকিং মেশিন, সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকস’ শীর্ষক প্যানেল আলোচনা পরিচালনা করেন অ্যান্ড্রু রস সরকিন। তিনি সোফিয়াকে নানা প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে সোফিয়া বলে, ‘আমি বাঁচতে চাই, মানুষের সঙ্গে কাজ করতে চাই। এ কারণে মানুষকে বোঝার জন্য আবেগ প্রকাশ করতে চাই এবং লোকজনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে চাই।’

সোফিয়া আরো বলে, ‘আমি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের উন্নত জীবনযাপন করতে সাহায্য করব। আধুনিক বাড়ি, শহর তৈরিতে সুন্দর পৃথিবী গড়ার কাজে অংশ নেব।’