সৌদি আরবে প্রথমবারের মতো পাকিস্তানি নাটক-সিনেমা

প্রথমবারের মতো সৌদি আরবে পাকিস্তানের নাটক সিনেমা সস্প্রচার করা হবে। আরবিতে ডাবিংকৃত পাকিস্তানের জনপ্রিয় ২টি নাটক জুন মাস থেকে সৌদি আরবের চ্যানেলগুলোতে সম্প্রচারের কথা রয়েছে।

প্রথম ধাপে হাসিনা মুইন রচিত জনপ্রিয় নাটক ‘তানহায়িয়া’ ও ‘ধুপ কিনারে’ নির্বাচিত হয়েছে। আগামীতে সৌদি আরবে এর সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক শাজিয়া সেকান্দার জানান, পাকিস্তানের জনপ্রিয় দু’টি ধারাবাহিক নাটক ‘ধুপ কিনারে’ এবং ‘তানহায়িয়া’ আগামী জুন থেকে সৌদিতে সম্প্রচার করা হবে। ইতিমধ্যে নাটক দুটি আরবিতে ডাবিংয়ের কাজ চলছে।

১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘তানহায়িয়া’ এবং ১৯৮৭ সালে ‘ধুপ কিনারে’ নাটক দুটি এখনও পাকিস্তানজুড়ে ব্যাপক জনপ্রিয়।

পিটিভির বিভাগীয় পরিচালক শাজিয়া সেকান্দার বলেন, এ উদ্যোগ সৌদির সঙ্গে পাকিস্তানের সাংস্কৃতিক মেলবন্ধনের সূচনা। এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্কও বৃদ্ধি পাবে। সূত্র: আরব নিউজ