সৌদি আরবে ৪০ বাংলাদেশি হাজির মৃত্যু

বার্ধক্য ও অসুস্থতার কারণে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৪০ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মারা যাওয়া এই হাজিদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ছয়জন নারী। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা যায়, গতকাল বুধবার এখন পর্যন্ত সৌদি আরবে ৪০ জন হাজী মারা গেছেন। পবিত্র নগরী মক্কা, মদিনা ও জেদ্দায় পৃথক পৃথকভাবে তাঁরা মারা যান।

বাংলাদেশি হজ কার্যালয় সূত্রে জানা গেছে, http://www.hajj.gov.bd সাইটে প্রতিদিনই বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের ছবি, পরিচয়, তথ্য, অসুস্থ ও মারা যাওয়া হাজির নামের আপডেট তালিকা প্রকাশ করা হচ্ছে। যে কেউ চাইলেই এই ওয়েবসাইটে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে পারে।