স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির চেয়ে গাড়ির দাম বেশি!

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়ির দাম মাত্র ১২ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা। অথচ বাড়িভাড়া/দোকান/এপার্টমেন্ট থেকে তিনি আয় করেন ৩ লাখ ৬০ হাজার টাকা। আর তার দুটি গাড়ি আছে। দুটিই সংসদ সদস্য কোটায় পাওয়া। এর একটির দাম ৪১ লাখ ৭৮ হাজার ৮০৫ টাকা এবং অপরটির দাম ৭৩ লাখ টাকা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় এসব উল্লেখ করেছেন তিনি। ঢাকা-১২ আসনের এমপি পদে এবার নির্বাচন করছেন তিনি। দশম জাতীয় সংসদেও এ আসন থেকে নির্বাচিত হন। পরে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

হলফনামা অনুযায়ী তিনি মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। আসে ফরেন্স রেমিটেন্স। এ দুই জায়গা থেকে তিনি ৩ লাখ ৩০ হাজার টাকা পান। তার পেশা রাজনীতি ও সমাজসেবা। তার বিরুদ্ধে অতীতে একটি মামলা হলেও চার্জশিটে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকে তার নামে ১ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ১৬২ টাকা আছে। আর ব্যবসায়ে মূলধন রয়েছে ৮৭ লাখ ২৬ হাজার ১১৮ টাকা।