সড়ক দুর্ঘটনায় তিন বছরে নিহত ২২ হাজার

সড়ক দুর্ঘটনায় গত তিন বছরে ৪ হাজার মানুষ পঙ্গু হয়েছে। এ সময় আহতের সংখ্যা ৫৪ হাজার। আর প্রাণ হারান ২২ হাজার মানুষ।

যাত্রী কল্যাণ সমিতির এক হিসাবে এ তথ্য উঠে এসেছে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে, চালকদের বেপোরোয়া মনোভাবের কারণেই ঘটছে ৯০ ভাগ দুর্ঘটনা।

গত ৩ এপ্রিল পরস্পরের গা-ঘেঁষে চলা দুই বাসের চাপে ডান হাত হারান রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল মারা যান তিনি।

এরপর ২০ এপ্রিল বনানীতে বাসচাপায় ডান পা বিচ্ছিন্ন হয় গৃহকর্মী রোজিনা আক্তারের। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ২২ এপ্রিল ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুরে ট্রাকের নিচে পড়ে বাম হাত বিচ্ছিন্ন হয় শিশু সুমি আক্তারের। ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় বাম পা হারান মো. রাসেল নামের এক যুবক।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে , ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছরে ১৬ হাজার দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন ৪ হাজার মানুষ। আর মানুষের প্রাণহানি ঘটেছে ২২ হাজার মানুষের। আহতের সংখ্যা প্রায় ৫৪ হাজার।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে, সড়ক দূর্ঘটনায় আহত বিশাল সংখ্যক কর্মক্ষম মানুষ বোঝা হয়ে যাচ্ছে। অথচ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ নেই।

এদিকে বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

অবৈধ, ফিটনেসবিহীন ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান আরো বাড়ানো হবে বলেও জানিয়েছে বিআরটিএ।