হজে গিয়ে আরো ৩২ বাংলাদেশির মৃত্যু : মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১

সৌদি আরবে চলতি বছর হজ করতে এসে গত পাঁচদিনে আরো ৩২ জন বাংলাদেশি মারা গেছেন।

মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্যমতে, সৌদি আরবে এবার হজ করতে এসে সর্বশেষ বুধবার পর্যন্ত ৮১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৫ জন এবং নারী ১৬ জন। এর মধ্যে মক্কায় ৫৮ জন, মদিনায় সাতজন ও মিনায় ১৬ জন মারা গেছেন।

গত পাঁচদিনে মারা যাওয়া ৩২ জন হলেন চট্টগ্রাম জেলার লোহাগাড়ার আবদুল হাফেজ (৮০), দিনাজপুর জেলার রেহানা খাতুন (৫৪), ঢাকার কেরানীগঞ্জের রোকেয়া বেগম (৬২), কুমিল্লা বরুড়া এলাকার মো. সোনা মিয়া (৮০), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আক্তার (৫৫), টাঙ্গাইল জেলার মো. আনসার আলী (৬২), কুমিল্লার নাঙ্গলকোটের মো. আবদুল আউয়াল (৬৬), ময়মনসিংহের মো. হেলাল উদ্দিন (৬০), ব্রাহ্মণবাড়িয়ার নিলুফা বেগম (৫৬), মৌলভীবাজারের দেলোয়ারা বেগম (৬২), রাজবাড়ী জেলার নুরুননাহার বেগম (৪৮), চট্টগ্রামের সীতাকুণ্ডের হারুছা বেগম (৮০), কুমিল্লার সায়েরা বেগম (৫৫), পটুয়াখালীর মো. আনোয়ার হোসেন (৬৩), যশোরের মো. আমজাদ আলী লস্কর (৬০), কক্সবাজারের সফিক আহমদ (৬৫), দিনাজপুরের মো. ওয়াসিম আনসারী রাশু (৩৯), নোয়াখালীর গোলাম রসুল (৬২), রংপুর সদরের মো. কলিম মিয়া (৫৭), কিশোরগঞ্জের মো. সফিউল আলম (৩০), চট্টগ্রাম পটিয়ার ইসহাক (৫৭), পিরোজপুর মঠবাড়িয়ার মো. খোরশেদ সরোয়ার (৩৯), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. ইব্রাহিম কামাল উদ্দিন (৭০), কিশোরগঞ্জের মো. গোলাপ মিয়া (৭৩), মুন্সীগঞ্জের মিনু বেগম (৫৫), গোপালগঞ্জের দেলোয়ারা বেগম (৫৮), মাদারীপুরের মো. সেলিম মিয়া (৬১), নাটোরের এম এ জলিল (৬৬), পিরোজপুরের মো. ইসমাইল খান (৬২), চট্টগ্রামের সাতকানিয়ার হোসনে আরা বেগম (৪৭), গাইবান্ধার মো. আবদুল হোসেন আকন্দ (৬৯) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সখিনা বেগম (৬৯)।