হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে ইজতেমা ময়দানের মুসল্লিরা

রোববার বাদ ফজর তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধলভীপন্থী সৈয়দ ওয়াসিফুল ইসলামের তত্বাবধানে দুদিনের ইজতেমা শুরু হয়েছে।

ভোররাত থেকে কনকনে ঠাণ্ডা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা পড়েন চরম দুর্ভোগে।

বিশেষ করে মানুষের চাপাচাপি এবং বৃষ্টি ও বাতাসের কারণে বয়স্ক মুসল্লিদের ভোগান্তি বেশি হয়েছে।

এ সময় অনেককে তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় বস্তু পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে।

অনেকে চটের শামিয়ানার নিচে পলিথিন টানিয়ে বৃষ্টির পানি থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন।

অনেককে ময়দানের ভেতর পলিথিন মুড়িয়ে জবুথবু অবস্থায় বসে থাকতে দেখা গেছে।

বৃষ্টির কারণে অনেকেই সকালের রান্নাবান্না করতে পারেননি বলে জানিয়েছেন মুসল্লিরা।

সে কারণে অভুক্ত থেকেছেন ইজতেমায় আগত অনেক মুসল্লিই।

তবে এমন বৈরী আবহাওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে মানতে নারাজ মুসল্লিদের অনেকেই।

টঙ্গীর দক্ষিণ আউচপাড়া থেকে আসা মুসল্লি মো. শাহজাহান পাঠান বলেন, আল্লাহতায়ালা বৃষ্টি, ঝড়বাদল, রোগ-শোক দিয়ে বান্দার ইমান পরীক্ষা করেন। তেমনি আমরা ইমানি পরীক্ষায় আছি।

যতই বৃষ্টি-ঝড় আসুক না কেন, ময়দানে অবস্থান করব জানিয়ে চাঁদপুর থেকে আসা মুসল্লি আবুল পাটোয়ারী বলেন, বৃষ্টি কোনো সমস্যা নয়। ইবাদত-বন্দেগিতে মশগুল থাকব। ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত শেষেই বাড়ি ফিরব। প্রসঙ্গত শনিবার মধ্যরাতের আগেই মাওলানা জোবায়ের অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন মাওলানা সাদ কান্ধলভীপন্থী মুসল্লিরা। কাল সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা পরিসমাপ্তির কথা রয়েছে।