‘হঠাৎ শেয়ারবাজারের পতনের পেছনে কেউ আছে’

শেয়ারবাজারে সূচকের হঠাৎ উত্থান-পতনের পেছনে কেউ কেউ জড়িত রয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেন, ‘আমরা ১৯৯৬ ও ২০১০ সালে এই ধরনের ঘটনা দেখেছি। যারা এসব ঘটনার পেছনে জড়িত তাদেরকে খুঁজে বের করার কাজ চলছে।’

সোমবার বিকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে সূচক এবং লেনদেনের উত্থান পতনের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পুজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে জড়িত। দেশের অর্থনীতি ভালো হলে পুঁজিবাজার ভালো থাকবে আর পুঁজিবাজারে সূচকের উঠানামা এটা থাকবেই।’

‘বর্তমান সময় মার্কেট স্বাভাবিক রয়েছে। সূচক ৫ হাজার ৯০০ পয়েন্ট থেকে ৫ হাজার ৩০০ পয়েন্ট নিয়ে গেলে তেমন কোন বড় কিছু নয়। জাপানের শেয়ারবাজারে ১৯৮৯ সালে সূচক ছিল ৩৯ হাজার সেটা ২০০৭ সালে মাত্র ৭ হাজার পয়েন্টে নেমে আসে। আবার ইন্ডিয়াতে সূচক ২১ হাজার পয়েন্ট থেকে ৭ হাজার পয়েন্টে নেমে আসে। মার্কেটে এই ধরনের উত্থান-পতন ঘটেই, এটা কোনও বিষয় না।’

আর এ উত্থান-পতন দেখে ভয় পেলে চলবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের মার্কেট অন্য দেশের মার্কেটের মতো না। সেখানের বিনিয়োগকারীরা বুঝেশুনে মার্কেটে আসে।’

‘কিন্তু আমাদের এখানে যারা আসেন তারা বেশিরভাগই বুঝেশুনে আসেন না। আর যদি বুঝে শুনে আসতেন তাহলে আমাদের এত শক্তিশালী কমিশনের প্রয়োজন হতো না।’