হরতাল || আফসান আলম

হরতাল
আফসান আলম


সারাবেলা খেটেপুটে
কিছু যদি জোটে
করিগো আহার তাহা বড্ড কষ্টে।
হঠাৎ স্লোগান শুনি হরতাল
ভেতরে সকলারে দিতে শুরু করি গাল
মূর্খ, অপদার্থ, অসুরের দল।
দিন পুরো রাস্তার পাড়ে আছি বসে ভাই
মোদের মুখপানে দেখিবার কেহ নাই।
কি দশায় কাটিলো দিন তিন
কি করে শোধিব মহাজনের ঋন?
অদ্য খেটেপুটে নসিবে মিলিলো কটি দানা
মোহসাহেব এসে কহে শোধো আগে মোর দেনা
কহিলাম নিকট মোর কিছু নাহি দেবার তোমায়
হরতাল করতালে হয়েছি অসহায়।
কহিলো মহাজন লভ্য কি করিলে হায় হায়
অমি বাপু মহাজন শোধো আগে মোর দায়।