হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু

সিলেট শহরতলির জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- জালালাবাদ থানার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৮), তার বড় ভাই ইমন মিয়া (১২) ও তাদের চাচাতো ভাই গ্রামের বিলাল উদ্দিনের ছেলে আবদুল আমিন (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার বিকেলে তিন ভাই বজ্রপাতের শিকার হন। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা তিনজন হাওরে মাছ ধরছিলেন। বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতসলের মর্গে রাখা হয়েছে।