হাবীবাহ্ নাসরীনের কবিতা

প্রতীক্ষা-২

মৃত্যু তো শুধু সাময়িক বিচ্ছেদ
তোমাকে না পাওয়া এতটা সহজ নয়
জীবনের পাড়ে যদিওবা থাকো একা
ভালোবাসা নিয়ে রেখো না গো সংশয়।

তোমাকে চাইবো শেষ বিচারের দিনে
বলবো, হে খোদা যতটুকু পাপ জমা
এই যে হৃদয়ে চির অফুরান প্রেম
বিনিময়ে তার করে দাও তুমি ক্ষমা।
দুনিয়ার বুকে দূরত্ব ছিল যত
হাশরের মাঠে সবটুকু যাক ঘুঁচে
না পাওয়ার ছিল যতখানি বঞ্চনা
ব্যথিত জনম পলকেই যাক মুছে।

প্রিয় দুটি হাত যেতে হয় যদি ছেড়ে
ভেবো না কখনো এই বুঝি শেষ দেখা
আল্লাহর পরে আমিও রয়েছি সাথে
নিজেকে কখনো ভেবো না গো আর একা।

বিশ্বাসীরাই নির্ভয় তুমি জানো
দেখা হবে- এই বিশ্বাস রেখো বুকে
একটা জীবন কতটা সময় বলো
অনন্তকাল রয়েছে তো সম্মুখে।