হারবে প্রীতির পাঞ্জাব, হাসবে শাহরুখের কলকাতা!

আজ রাতের ম্যাচই শাহরুখের কলকাতার ভাগ্যও ঠিক করে দিতে পারে। অঙ্কটা খুব সোজা। পাঞ্জাব যদি হেরে যায়, তা হলে প্লে-অফের চারটে দল হবে মুম্বাই, কলকাতা, হায়দরাবাদ, পুণে। তখন নজর থাকবে গ্রুপে প্রথম দু’টো দল কারা হয়, তার ওপর। কিন্তু পাঞ্জাব জিতে গেলে প্লে-অফ নিশ্চিত করতে মুম্বাইকে হারাতে হবে কলকাতার।

পয়েন্ট টেবিলে সবার উপরের স্থানটি দখলে রেখে মুম্বাই। প্রথম থেকে দাপুটে খেলছে রোহিত শর্মার দলটি। এমনটি সবার আগে প্লে-অফ নিশ্চিতও করেছে তারা। আজকের ম্যাচ মুম্বাই না জিতলেও কোনো সমস্যা নেই। শেষ চারের টিকেট তো আগেই হাতে পেয়েছে তারা। কিন্তু আইপিএল বলে কথা, কেউ ছাড় দিয়ে কথা বলবে না। তবে চলতি মৌসুমে ২০ এপ্রিল পাঞ্জাবের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছিলো মুম্বাই।

তবে কঠিন সময় পার করছে পাঞ্জাব। আইপিএলে টিকে থাকতে হলে জয়ের বিকল্প কোনো পথ নেই তাদের। আজকের ম্যাচ ছাড়াও হাতে রয়েছে আরো একটি ম্যাচ প্রীতির দলের। কিন্তু দু’টি ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই কেবল প্লে-অফে উঠবে তারা। ১২ ম্যাচে ৬টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা।

শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে দারুণ ছন্দে। দলের প্রতিটি ক্রিকেটার সমানতালে পারফর্ম করছে। রাত সাড়ে ৮টায় খেলাটি সম্প্রচারিত হবে।

পাঞ্জাব একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, মানান ভোহরা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), মার্কাস স্টোনিস/ ড্যারেন স্যামি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অক্সার প্যাটেল, মোহিত শর্মা, ভরুন অরুণ, কেসি কারিয়াপ্পা, টি নটরাজ।