হেলমেট ছাড়া জ্বালানী না সরবরাহের নির্দেশনা কার্যকর করতে যাচ্ছে মাগুরা জেলা প্রশাসন

মাগুরা প্রতিনিধি : হেলমেট না থাকলে মোটর সাইকেল আরোহীদের জ্বালানী তেল সরবরাহ না করার বিষয়ে মাগুরার পেট্রাল পাম্পগুলোতে নোটিশ টানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আগামী ১২ সেপ্টেম্বর জেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে এ সংক্রান্ত নোটিশ জেলার সব পেট্রোল পাম্পগুলোতে টানিয়ে দেয়া হবে। মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য দিয়েছেন।

সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলা আয়োজিত “জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৮” উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, পুলিশ সুপার তারিকুল ইসলাম, ইয়াং বাংলার অ্যাক্টিভেশন লিডার অনুপ কুমার মন্ডল,মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।