‘১০০ উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণ করবে সরকার’

তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও প্রসারের লক্ষ্যে দেশের সকল উপজেলায় মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় প্রথম পর্যায়ে শিগগিরই দেশের ১০০টি উপজেলায় এটি বাস্তবায়ন হবে।

বুধবার (৩ এপ্রিল) বিকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে আয়োজিত এক সেমিনারে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এমনটিই জানান।

‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং উত্তরণের উপায়’ শীর্ষক উক্ত সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় নির্মিতব্য এই মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্সে থাকবে ৪০০ থেকে ৫০০ আসনের একটি মিলনায়তন, একটি মুক্তমঞ্চ ও একটি আধুনিক সিনেপ্লেক্স।’

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমে দেশে সিনেমা প্রদর্শনের জন্য আধুনিক মানের সিনেমা হলের সংকট অনেকাংশে দূরীভূত হবে।