১০০ বছর টিকবে এই গাড়ি, বোমার আঘাতেও নষ্ট হবে না!

একটি গাড়ি আপনি কত বছর ব্যবহার করতে চান? ১০ বছর ২০ বছর? কিন্তু তা যদি ১০০ বছর হয় তাহলে কেমন হবে? সম্প্রতি এমনই মজবুত এক গাড়ি তৈরি করেছে জার্মান নির্মাতা পার্টিসান।

শুধু ১০০ বছর টিকবে এমন দাবি নয়, রীতিমতো ১০০ বছরের ওয়্যারান্টিতে বিক্রি হচ্ছে এই গাড়ি।
সামরিক বাহিনীর প্রয়োজন মেটাতে যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে গাড়িটিতে।

নির্মাতারা বলছেন, এ গাড়ির ভেতরে এমন কোনো হালকা যন্ত্রপাতি নেই যা সহজে ভেঙে যাবে বা নষ্ট হবে। আর তাই যে কোনো পরিবেশে এ গাড়ি অনায়াসেই ১০০ বছর টিকে থাকবে।

অবশ্য দীর্ঘ ১০০ বছরে গাড়ির টায়ার ও সিটসহ হালকা কয়েকটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ বা পাল্টানো প্রয়োজন হতে পারে। তবে মূল গাড়িটি যে ১০০ বছর টিকবে সে ব্যাপারে নির্মাতারা আশাবাদী।

যুদ্ধক্ষেত্রে গাড়িটি যেন বোমার আঘাতে নষ্ট না হয় সেজন্য বাড়তি মজবুত করে তোলা হয়েছে। এছাড়া মাইন প্রতিরোধে গাড়িটির নিচে ভি শেপের বিশেষ ধাতব পাত লাগানোর ব্যবস্থা রয়েছে।

ক্রেতার পছন্দমতো গাড়িটির ইঞ্জিন বিভিন্ন ধরনের নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ফিয়াটের ২.৮ লিটারের ইঞ্জিন আদর্শ বলে মনে করছেন নির্মাতারা।

তবে বৈদ্যুতিক ইঞ্জিনও নেওয়া সম্ভব। আর এর বড় জ্বালানি ট্যাংক গাড়িটিকে তেল নিয়ে ১০০০ মাইল পর্যন্ত চালাতে সক্ষম।

গাড়িটির মূল্য ধরা হয়েছে ৪৪ হাজার ডলার।