১১ হাজার এতিম রোহিঙ্গা শিশুর তালিকা শেষ পর্যায়ে

বাবা-মা কেউ নেই এমন ১১ হাজার এতিম রোহিঙ্গা শিশুর পরিচয় নিশ্চিত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। এসব শিশুদের জন্য আলাদা শেল্টার হোমের কাজও এগিয়ে চলছে। কর্মকর্তারা বলছেন, তাদের বিশেষ পরিচর্যা দিয়ে গড়ে তোলা হবে।

যখন লেখাপড়ায় তুমুল ব্যস্ত থাকার কথা এসব শিশুদের, তখন নিজের নাগরিকত্বের কার্ড সংগ্রহে ব্যস্ত তারা। এসব শিশুদের মধ্যে অনেকেই বা হারিয়েছেন, কেউ হারিয়েছেন মা আবার কেউ বা দু’জনকেই হারিয়ে এক অনিশ্চয়তার মধ্যে আছে।

এসব শিশুদের খুঁজে বের করে তাদের রেজিস্ট্রেশন কারার কাজ শুরু হয়েছিল আগস্ট থেকেই। শেই কাজ এখন শেষ পর্যায়ে।

চলতি মাসের মধ্যেই শিশুদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে ওয়েব সাইটে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সংস্থা বা ব্যক্তি চাইলে ওই শিশুকে সহায়তা করতে পারবে।