২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা

২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশ নেবে বাংলাদেশ।

সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির র‌্যাংকিংয়ে সপ্তম দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করায় সরাসরি খেলার যোগ্যতা পেল টাইগাররা। খবর যমুনা টিভির।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী র‌্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে।

এদিকে র‌্যাংকিংয়ের অষ্টম অবস্থানের জন্য লড়াই চলছে শ্রীলংকা ও ওয়েস্টইন্ডিজের মধ্যে।

২০১৫ সালের বিশ্বকাপ থেকেই ঘুরে দাঁড়ায় মাশরাফি বাহিনী। এরপর টাইগারদের হাতে দেশের মাটিতে নাস্তানাবুদ হয়েছে ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা।

গত বছরের অক্টোবরে ইংলিশদের বিরুদ্ধে টাইগারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ইংলিশদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পায় আত্মবিশ্বাসী টাইগাররা।

এছাড়া সম্প্রতি নিউজিল্যান্ড ও শ্রীলংকা সফরেও টাইগারদের ক্ষিপ্রতা দেখেছে ক্রিকেট বিশ্ব। শ্রীলংকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজের কোনোটিতেই হারেনি টাইগাররা।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও নিউজিল্যান্ডের সঙ্গে ট্রফি ভাগ করে বাংলাদেশ।

আর আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ।

এই ধারাবাহিকতায় র‌্যাংকিংয়ের ৭ম অবস্থানে থেকে বিশ্বকাপের সরাসরি টিকিট আদায় করে নিয়েছেন মাশরাফি-তামিমরা।

এছাড়া সাম্প্রতিক সময়ের ছোট-বড় প্রাপ্তি টাইগারদের উত্থানের কথা জানান দিচ্ছে সগৌরবে।