২১ সৌদি নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জামাল খশোগি হত্যার সঙ্গে জড়িত ২১ জন সৌদি নাগরিককে চিহ্নিত করে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চিহ্নিত ওই ব্যক্তিদের ভিসা বাতিলসহ তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। তবে ওই ২১ জনের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি তারা।

পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সাংবাদিকদের বলেন, ‘খাশোগি হত্যার বিষয়ে এটাই যুক্তরাষ্ট্রের শেষ পদক্ষেপ নয়। আমরা এটা স্পষ্ট করে বলতে চাই, সহিংসতার মাধ্যমে সাংবাদিক জামাল খাশোগি হত্যার মত এরকম ঘটনা কোনভাবেই মেনে নেবে না যুক্তরাষ্ট্র।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নওয়ার্ত বলেন, চিহ্নিত এই ২১ সৌদি নাগরিকের ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই ২১ জনের প্রায় সবার কাছেই মার্কিন ভিসা আছে বলে জানান পররাষ্ট্র দফতরের আরেক কর্মকর্তা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ ধরনের হত্যা কিংবা ধামাচাপা দেওয়ার ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না। এরকম একটা বাজে ব্যাপার ঘটবে আমি কখনোই ভাবিনি। তারা (সৌদি আরব) সবচেয়ে বাজেভাবে এই হত্যার ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে। এজন্য তাদেরকে (সৌদি আরব) বড় ধরনের সমস্যায় পড়তে হবে।’

ট্রাম্পের এ মন্তব্যের পরই পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘এ ঘটনার জন্য দায়ীদের শাস্তির ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র। এছাড়া যে ২১ জন ব্যক্তি এ হত্যার সঙ্গে জড়িত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

উল্লেখ্য, বিয়ের কাগজপত্র আনতে চলতি মাসের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট ও সৌদি রাজতন্ত্রের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খশোগি। একটি সৌদি ঘাতক দল তাকে ওই কনসুলেটের ভেতরেই হত্যা করে বলে তুরস্কের তদন্তে বেরিয়ে এসেছে।