২২ বছর পর হঠাৎ ভারি অস্ত্র নিয়ে সেন্টমার্টিনে বিজিবি

দীর্ঘ ২২ বছরর পর কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নিরাপত্তায় ভারি অস্ত্রসহ আবারো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সর্বশেষ ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় এ বাহিনী মোতায়েন ছিল। পরে কোস্ট গার্ডকে এই দায়িত্ব দেওয়া হয়।

রবিবার থেকে সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসিন রেজা নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন শুরু থেকেই বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্গত। সেন্টমার্টিনকে বাংলাদেশের ধরে নিয়েই মিয়ানমারের সঙ্গে ১৯৭৪ সালে সমুদ্রসীমা চুক্তি হয়।

তবে গেল বছরের অক্টোবরে সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করে বসে মিয়ানমার। দেশটির জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইটেও সম্প্রতি প্রকাশিত মানচিত্রে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। বাংলাদেশের প্রতিবাদের মুখে সেটি পরিবর্তন করে মিয়ানমার।

বিজিবি কর্মকর্তা মহসিন জানান, সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় যতজন দরকার সেই কজন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিজিবি। তাছাড়া বিভিন্ন সময় ওই এলাকায় দস্যুতার ঘটনাও ঘটেছে।’

‘টেকনাফ থানার একটি ফাঁড়ি রয়েছে সেন্টমার্টিনে রয়েছে টেকনাফ থানা পুলিশের একটি মাত্র ফাঁড়ি। সরকারের নির্দেশনা অনুযায়ী সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।’