৩৪ মাস পর দলে ফিরেই রেকর্ড ছুঁয়ে গেলেন বিজয়

৩৪ মাস পর ত্রিদেশীয় সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরে অবস্থানটা পোক্ত করার চেষ্টা করছেন এনামুল হক বিজয়।

এই চেষ্টায় থাকা বিজয় শুক্রবার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেশের হয়ে দ্রুত হাজার রান করার রেকর্ড ছুঁয়েছেন।

বাংলাদেশের হয়ে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়েছিলেন শাহরিয়ার নাফিস। ১১ বছর ধরে তিনি এ রেকর্ড ধরে রেখেছিলেন।

তবে ত্রিদেশীয় সিরিজে টাইগারদের দ্বিতীয় ম্যাচে নাফিসের রেকর্ডে ভাগ বসান বিজয়। মাত্র ২৯ ইনিংসে হাজার করেন টাইগার এ ওপেনার।

খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ২০০৬ সালের ৩০ নভেম্বর শাহরিয়ার রেকর্ডটি গড়েছিলেন। সময়ের হিসাবে বাংলাদেশের দ্রুততম অবশ্য এখনও শাহরিয়ারই। অভিষেক থেকে এক বছর ১৬২ দিনে ছুঁয়েছিলেন ওয়ানডেতে হাজার রান।

৩৪ ইনিংসে হাজার ছুঁয়েছেন বাংলাদশের দ্বিতীয় দ্রুততম (যৌথ) নাসির হোসেন ও ইমরুল কায়েস।

দ্রুততম হাজার রানের বিশ্বরেকর্ডটি যৌথভাবে পাঁচজনের। ১৯৮০ সালে মাত্র ২১ ইনিংসে হাজারি ক্লাবে ঢুকে যান ভিভ রিচার্ডস। পরে সেই রেকর্ড স্পর্শ করেন কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজম।