৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চালু

বন্ধ থাকার তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ফের চালু হয়েছে। পাবনার চাটমোহরে রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় রোববার সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সংস্কার কাজ শেষ হলে সাড়ে ১০টার দিকে ফের রেল চলাচল শুরু হয়।

৩ দিনের টানা বৃষ্টিতে রেললাইনের নিচ থেকে মাটি সরে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ওই রুটে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। এতে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসি বিষয়টি নিশ্চিত করেছেন।