৩ বছরে এক লাখের বেশি ধর্ষণ মামলা

ভারতে গত তিন বছরে এক লাখ ১০ হাজার ৩৩৩টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জুর উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

রিজ্জু রাজ্যসভায় জানান, ২০১৬ সালে ভারতে ধর্ষণ মামলা হয়েছে ৩৮ হাজার ৯৪৭টি, ২০১৫ সালে ৩৪ হাজার ৬৫১টি ও ২০১৪ সালে ৩৬ হাজার ৭৩৫টি।

রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ২০১৬ সালে নারীদের ওপর অপরাধে ফৌজদারি মামলা হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৯৫৪টি, ২০১৫ সালে ৩ লাখ ২৯ হাজার ২৪৩টি ও ২০১৪ সালে ৩ লাখ ৩৯ হাজার ৪৫৭টি।

ভারতে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে কমবয়সী মেয়ে শিশুরাও ধর্ষণ বা গণধর্ষণের শিকার হচ্ছে। কয়েকদিন আগেই চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে কয়েকমাস ধরে আটকে রেখে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ওই অ্যাপার্টমেন্টের এক নিরাপত্তারক্ষীও আছে।