৬ষ্ঠ দিনের মতো যুক্তিতর্কে অংশ নিতে আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ১১.৩৫টায় তিনি আদালতে পৌঁছেন। এর আগে তিনি সকাল ১০.৩০টায় গুলশানের নিজ বাসা থেকে বের হন।

পুরান ঢাকার বকশিবাজারে বিশেষ জজ আদালতে ৬ ষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়েছে। এর মধ্যে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করছেন এডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। এটি খালেদার পক্ষে ৫ম যুক্তি উপস্থাপন। অন্যটি রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন ছিলো।

খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার বিশেষ জজ আদালত এলাকা ও আশপাশ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ আদালত এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে। এছাড়া র‌্যাবের গাড়িও টহল দিচ্ছে।গতদিনের মতো আদালতে প্রবেশের পথে স্থাপন করা হয়েছে আর্চওয়ে। এর পাশপাশি পুলিশের হাতে আছে হ্যান্ড মেটাল ডিটেক্টরও। ভেতরে আসামির গতিবিধি পর্যবেক্ষণে এর ভেতরে আছে ক্লোজ সার্কিট ক্যামেরাও।