৭৯০টি গাড়ি পাচ্ছে পুলিশ, হেলিকপ্টার কেনার সুপারিশ

পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ৭৯০টি গাড়ি কেনা হবে। এর মধ্যে ১৪০টি এসইউভি (জিপ) আর ৬৫০টি ডাবল কেবিন পিকআপ। এজন্য সরকারের ব্যয় হবে ৪০৭ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা।

এর মধ্যে ১২৬ কোটি টাকা ব্যয়ে এসইউভি (জিপ) গাড়ি সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি। প্রতিটি জিপের দাম পড়বে ৯০ লাখ টাকা। আর ৬৫০টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ে ব্যয় হবে ২৮১ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। এসব গাড়ি সরবার করবে র‌্যাংগস লিমিটেড। প্রতিটি পিকআপের দাম পড়বে ৪৩ লাখ ৩৭ হাজার টাকা।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কমিটির আহ্ববায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যানবাহন ছাড়াও হেলিকপ্টার কেনারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।