৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মাগুরায় আনন্দ শোভাযাত্রা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি দ্যা ওয়ার্ল্ড ইনটারন্যাশনাল রেজিস্টার এ অন্তভর্‚ক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। মাগুরা জেলা প্রশাসন এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

এ উপলক্ষে শহরের নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে শহরের স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। আনন্দ শোভাযাত্রাটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

আনন্দ র‌্যালিতে অংশ নেন মাগুরা জেলা প্রশাসক মো. আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুÐু,সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা আওয়ামী যুবলীগের সদস্য মীর মনিরুল ইসলাম ।

তাছাড়া এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।