‌ড. কামাল হোসেনের ক্ষমা চাওয়া উচিত : বি. চৌধুরী

স্বাধীনতাবিরোধী ও জামায়াতের সঙ্গে ঐক্য করে ড. কামাল হোসেন দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

এ জন্য বিকল্পধারার কাছে ড. কামাল হোসেনের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর তোপখানা রোডে এক সংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বার বার কামাল হোসেনকে বলা হয়েছে যে স্বাধীনতা বিরোধীদের সাথে থাকবেন না। একই কথা তাকে বার বার বলা হয়েছে। কামাল হোসেন আজকে বললেন যে জামায়াত তাদের সাথে ঐক্য হয়ে নির্বাচন করেছে। তিনি জানতেন না যে তারা স্বাধীনতাবিরোধী। যাইহোক এতদিন পরে হলেও তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আমরা বিকল্পধারা যা বলে তা সত্যি হয়ে যায়।’