‘রোহিঙ্গা সমস্যার রাতারাতি সমাধান হবে না’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমার সরকারকে সব ধরনের চাপ প্রয়োগ করবে বাংলাদেশ সরকার। তবে রাতারাতি এই সমস্যার সমাধান হবে না বলেও জানান তিনি।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সম্মেলনকক্ষে সাউথ ইস্ট এশিয়ান কো-অপারেশন ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে জোরালো সমর্থন পেয়েছে। এই ইস্যু নিয়ে বাংলাদেশের সুশীল সমাজকে বুঝেশুনে কথা বলার পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যেকোনো একটি অযাচিত মন্তব্য রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করতে পারে। মিয়ানমার সরকারকে প্রতিনিয়ত আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অভিযান শুরু সেনাবাহিনী। এরপর দমন, নির্যাতনের মুখে ছয় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা, গণধর্ষণের অভিযোগ এনেছে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।