সহজেই দেখুন ournewsbd.com আপনার এ্যান্ড্রয়েড ডিভাইস থেকে

আপনারা সকলেই অবগত আছেন ournewsbd.com আধুনিক রেসপনসিভ লে-আউটে ডিজাইন করা যার ফলে একই ডোমেইন ভিন্ন ভিন্ন ডিভাইস স্ক্রীনে স্বয়ংক্রিয়ভাবে বিন্যস্ত হয়। এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা মোবাইলে বা ট্যাবে আওয়ার নিউজ পড়া যেত সহজেই। এখন থেকে আপনাকে আর ব্রাউজার বের করে ওয়েব ঠিকানা লিখে এন্টার দিতে হবে না। সহজেই আমাদের এ্যাপসে এক ক্লিক করেই পেয়ে যাবেন আপনার কাংখিত আওয়ার নিউজ।

এজন্য যা করতে হবেঃ
– প্রথমে আপনার ডিভাইস থেকে গুগল প্লে স্টোরে যান
– সেখানে সার্চ দিন ournewsbd
– আপনার কাংখিত এ্যাপসটি পেয়ে যাবেন এবং ইন্সটল করে ফেলুন

এখন আপনি আপনার মোবাইল বা ট্যাবের স্ক্রীনে আওয়র নিউজের এ্যাপসের লোগো পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই ওপেন হবে আওয়ার নিউজের সাইট।

আপনি চাইলে এই লিংক ( http://goo.gl/n2SJqn ) থেকেও ডাউনলোড করে বা গুগল প্লে স্টোরে লগড ইন থেকে সরাসরিও ইন্সটল করতে পারবেন।

আমাদের এই এ্যাপস যেহেতু গুগল প্লে স্টোরে পাওয়া যায় সেহেতু এটি সম্পূর্ণ সিকিউরড।

[ এ্যাপস কৃতজ্ঞতাঃ সামিউল ইসলাম, তথ্য প্রযুক্তিবিদ ]