অজ্ঞাত রোগের কবলে ভারত, হাসপাতালে ২২৭
ভারতের অন্ধ্র প্রদেশে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত রাজ্যের এলুরু শহরে অন্তত ২২৭ ব্যক্তি অজ্ঞাত এই রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তরুণ-তরুণী এবং বৃদ্ধও রয়েছে।
এদের বেশির ভাগই, ঠাণ্ডা, মাথাব্যথা, মাথা ঘোরানো, মৃগী রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, ঠিক কী রোগে তারা আক্রান্ত হয়েছেন তা এখনও জানা জানাতে পারেননি চিকিৎসকরা।
অসুস্থদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হলেও, কোনও সংক্রামক রোগের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন