অতিরিক্ত কাজ করে চাকরি খুইয়ে আদালতের দ্বারস্থ অফিসকর্মী!
বসকে খুশি করার জন্য হোক বা ‘ইমপ্লয়ি অফ দ্য ইয়ার’ পুরস্কার বাগানোর জন্য অনেকেই ওভারটাইমও কাজ করেন। তবে আজকের পরে অফিসে কাজের পরিমাণ কমিয়ে ফেলতে পারেন।
কারণ প্রয়োজনের চেয়ে বেশি কাজ করায় সম্প্রতি চাকরিটাই খুইয়ে বসেছেন এক ব্যক্তি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্পেনের বাসিন্দা জিন পি একজন কাজপাগল মানুষ। নির্দিষ্ট সময়ের আগেই প্রতিদিন অফিসে আসতেন, আবার বের হতেনও সবার পরে। এদিকে বার্সেলোনার ওই রিটেল কোম্পানির নিয়ম অনুযায়ী, কোনও কর্মীই অফিস সময়ের বেশি অফিসে থাকতে পারবেন না। থাকলে তা নিয়ম লঙ্ঘনের সামিল হিসেবে ধরা হবে!
জিনকেও বেশ কয়েক বার সতর্ক করা হয়। তাকে বলা হয় নির্দিষ্ট সময়ের বেশি অফিসে না থাকতে। কিন্তু কথা শোনেননি জিন। দিনের পর দিন অফিসে এসে নির্দিষ্ট সময়ের বেশি কাজ করে যাচ্ছিলেন। তাই শেষমেশ চরম পদক্ষেপ করতে বাধ্য হয় কোম্পানি।
সরাসরি জিনকে বরখাস্ত করা হয়েছে।
কোম্পানির বিরুদ্ধে মামলা করে আদালতের দ্বারস্থ হয়েছেন জিন। তার আইনজীবী জানান, ‘‘জিনকে বরখাস্ত করা অন্যায় হয়েছে। কোম্পানির উন্নতির জন্যই অতিরিক্ত কাজ করতেন তিনি। এ ব্যাপারে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ব। ’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন