অনুষ্ঠানে এসেও প্রবেশ করতে পারেননি শাবনূর!
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার (২৪ জুলাই) ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাবনূর। তবে দুর্ভাগ্যবশত তাকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি।
কারণ শাবনূর সময়মতো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। জানা গেছে, শাবনূর প্রধানমন্ত্রী প্রবেশের পরে আসেন। তাই নিয়ম অনুযায়ী তাকে প্রবেশ করতে দেননি নিরাপত্তারক্ষীরা। শাবনূর অবশ্য এ ব্যাপারে মন খারাপ করেননি। বরং নিজের ভুলটাকেই স্বীকার করেছেন।
শুধু শাবনূর নন, আরও কয়েকজন শিল্পী-কলাকুশলী দেরি করে আসায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তাদের দেরি হওয়ার কারণ ছিল যানজট। পরে তারা সবাই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এসময় শাবনূরের কাছে নিরাপত্তারক্ষীরা দুঃখ প্রকাশ করলে জবাবে শাবনূর বলেন, ‘আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তাই সবার আগে। এটাই হওয়া উচিত। রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমিও বিব্রত। কারণ, প্রধানমন্ত্রীর আগেই আমাদের পৌঁছানো উচিত ছিল। আমরা তো উনার চেয়ে বেশি গুরুত্মপূর্ণ কিংবা ব্যস্ত নই।’ এরপর তিনি এবং আরও কয়েকজন আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানস্থল দ্রুত ত্যাগ করেন।
বলা হচ্ছে, শাবানার সঙ্গে সঙ্গে শাবনূরও যদি অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেন তাহলে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আরো বেশি উপভোগ্য হতো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন