অপহৃত চবি শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

অপহৃত চবির পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালীতে শিক্ষার্থীকে ধর্ষণের বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে রাঙ্গামাটিস্থ আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বনরুপা ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে সুজন চাকমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী হিমেল চাকমা মেরিন ত্রিপুরা, ক অঞ্চল বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইন্টু মনি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি কবিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমের চাকমা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চুক্তির পরও চুক্তি বিরোধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করায় পাহাড়ে চাঁদাবাজি, সংঘাত ও অপহরণের মতো ঘটনা বন্ধ হচ্ছে না।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। এছাড়া কাউখালীতে মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করে এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন