অবরোধ প্রতিহত করতে ময়মনসিংহের গৌরীপুর আওয়ামী লীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ও তা প্রতিহত করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভমিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকেই গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সর্তক অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে অবরোধের প্রতিবাদে বিক্ষোভমিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক দফতর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, সাদেকুর রহমান, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।

গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকুনুজ্জামান পল্লব, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলী চৌধুরী, নূরজাহান বেগম নাজমা, যুবলীগ নেতা তমাল খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

এছাড়াও সোমনাথ সাহার নির্দেশে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধের প্রতিবাদে ও তা প্রতিহত করতে একটি মোটর সাইকেল বহর গৌরীপুর উপজেলার সীমানা প্রদক্ষিণ করে।

পৌর যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিথুনের নেতৃত্বে জামায়াত-বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।