অবশেষে মানুষখেকো বাঘটিকে হত্যা করা হলো
অন্তত ১৩ জন মানুষ খাওয়া ভারতের সেই হিংস্র বাঘিনীটিকে অবশেষে হত্যা করা হয়েছে। অনেক তল্লাশি চালানোর পর সেটিকে গুলি করে হত্যা করা হয়।
৬ বছর বয়সী এই বাঘটি ভারতের মহারাষ্ট্রের একটি জঙ্গলে দুই বছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল। গত মাসে প্রাণী কর্মকর্তারা বাঘটিতে কাছে আনতে পারফিউম ব্যবহার করেছিল।
পরিবেশবাদী আন্দোলনকারীরা বাঘটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। তবে ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, বন কর্মকর্তা গুলি ব্যবহার করতে পারবেন।
সিনিয়র প্রাণী কর্মকর্তা সুনিল লিমায়া বিবিসিকে বাঘটি হত্যার ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অবশেষে রাত আনুমানিক ১১টার দিকে আমাদের একজন কর্মকর্তা শান্ত করার গুলিটি করতে সক্ষম হয়েছে। তবে তখন বাঘিনীটি কর্মকর্তাদের আক্রমণ করতে তেড়ে আসলে আত্মরক্ষার্তে তারা গুলি চালাতে বাধ্য হয়। একটি গুলিতেই বাঘিনীটি মারা যায়।’
এর আগে গত আগস্ট মাসে এই বাঘিনীটি ও সেটির ৯ মাস বয়সী শাবক দুটি যবতমাল জেলার পদ্মারকাওদা শহরের তিনজন মানুষকে হত্যা করেছিল। সে সময় শহর ছেড়ে প্রায় ৫ হাজারের বেশি মানুষ জীবনের ভয়ে ভীত হয়ে পড়ে।
প্রায় ২২০০ বাঘ বাস করে ভারতে যা সারা পৃথিবীর ৬০ শতাংশ। এদের মধ্যে মহারাষ্ট্রেই ২০০টি বাস করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন