অবশেষে শাকিবের পাল্টা সংগঠন, কারা আছেন কমিটিতে

অবশেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চলচ্চিত্রবিষয়ক নতুন পাল্টা সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’।
এ ফোরামে শাকিব খানকে এক নাম্বার কার্যকরী সদস্য পদে রাখা হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সম্পাদক পদে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী। এছাড়া নতুন এ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে চিত্রনায়ক বাপ্পারাজকে।
প্রাথমিকভাবে গঠন করা এ কমিটির সভাপতি প্রযোজক নাসিরউদ্দিন দিলু এবং সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রপরিচালক কাজী হায়াৎ।
কমিটির বিভিন্ন পদে থাকছেন ওমর সানি, অমিত হাসান, নাদের চৌধুরী, ববি, প্রযোজক মোহাম্মদ ইকবাল, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ আরও অনেকেই।
এছাড়াও অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনেরও এ সংগঠনে থাকার কথা শোনা গেছে।
এখন পর্যন্ত তিন শতাধিক শিল্পী-কলাকুশলী এ সংগঠনে নাম লিখিয়েছেন বলে জানা গেছে। সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















