অবিরাম বৃষ্টির অজুহাতে মণিরামপুরে বেড়েছে পেঁয়াজের দাম
গত তিন দিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।
গত সপ্তাহে যে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিলো ৫০টাকা প্রতিকেজি। সেই পেঁয়াজ এখন ২০ টাকা বাড়তি হয়ে রাজগঞ্জ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতিকেজি দরে।
সোমবার (০৬ ডিসেম্বর-২০২১) রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে তথ্য জানাগেছে।
রাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ী বলেন- পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। সেই অনুপাতে খুচরা বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম।
খুচরা ক্রেতা মোসতাক আহম্মেক বলেন- পেঁয়াজের দাম বাড়িয়েছে বিক্রেতারা। তারা কোনো একটু ছুতো পেলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এভাবে মানুষকে দিনের পর দিন ঠকায়ে থাকে।
সাধারণ ক্রেতারা বলেন- সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নিয়মিত বাজার মনিটরিং করতো, তাহলে অসাধু ব্যবসায়ীরা মানুষ ঠকানোর কোনো সুযোগ পেতো না। নিয়মিত বাজার মনিটরিং করার জোর দাবী জানান সাধারণ মানুষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন