অবৈধ ও নিষিদ্ধ বিষয়ের পাপ থেকে আশ্রয় লাভের দোয়া
হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে প্লাবনের সময় তাঁর অনুসারী সঙ্গী-সাথীদেরকে নিয়ে যখন নৌকায় আরোহন করলেন। তখন তাঁর ছেলে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নৌকায় আরোহন করেনি।
প্লাবন শুরু হওয়ার পর বিশাল এক ঢেউ এসে হজরত নূহ আলাইহিস সালামের ছেলেকে ডুবিয়ে দেয়। তখন তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ! আমার ছেলেতো আমার পরিবারভূক্ত।
নূহ আলাইহি সালামের এ আবেদনের জবাবে আল্লাহ তাআলা বললেন, ‘হে নূহ! যে তোমার কথা মানে না; সে তোমার সন্তান নয়।
হজরত নূহ আলাইহিস সালাম নিজের ভুল আবেদনের বিষয়টি বুঝতে পেরে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য হজরত নূহ আলাইহিস সালামের ক্ষমা লাভের দোয়াটি তুলে ধরেছেন-
উচ্চারণ : রাব্বি ইন্নি আ’উজুবিকা আন আসআলাকা মা লাইসা লি বিহী ইলম; ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন।’ (সুরা হুদ : আয়াত ৪৭)
অর্থ : হে আমার প্রতিপালক! আমার যা জানা নেই; এমন কোনো বিষয়ে চাওয়া থেকে আপনার কাছেই আশ্রয় প্রার্থণা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন; দয়া না করেন; তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিনিয়ত এ দোয়ার মাধ্যমে দিন ও রাতের যাবতীয় অন্যায় আবদারের ক্ষতি ও গোনাহ থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন