অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক জয়নাল আবদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টা থেকে অভ্যন্তরীণ নৌ পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড়টির পরবর্তী অবস্থা বিবেচনা করে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, ঘূর্ণিঝড় মোরার কারণে আবহাওয়া অধিদফতর বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলায় বেলা ২টার পর অভ্যন্তরীণ ১২টি নৌ-রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে পণ্য ওঠা-নামা বন্ধ করে দেয়া হয় ৭ নম্বর সতর্ক সংকেত জারির পর।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন