অরুণরাঙা কবি || আবদুল হাই ইদ্রিছী
অরুণরাঙা কবি
-আবদুল হাই ইদ্রিছী
একটা মানুষ ভালোবাসার
স্বপ্ন সাজান রোজ,
দিব্য চোখে নিত্য রাখেন
দেশ জনতার খোঁজ।
আশায় ভাসান বুক খানা যে
মুখে ফোটান হাসি,
নতুন দিনের স্বপ্ন দেখান
তাকে ভালোবাসি।
কাব্যে তিনি তুলে ধরেন
দেশ ও জাতির মুখ,
খুঁজে ফিরেন কোথায় আছে
মজলুমানের সুখ।
ছড়ায় তাহার পোড়ায় মনে
দুঃখ-ব্যথা যত,
ভক্ত তাহার চারিদিকে
বাড়ছে অবিরত।
কাব্যে তাহার আলো ছড়াক
রইলো বুকে আশা,
অরুণরাঙা কবি তিনি
শাহ আলম বাদশা।
২১ জুলাই ২০১৯খ্রি.
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন