অস্ত্র হাতে গ্রামবাসীকে ধাওয়া, আটক যুবক


অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করার ঘটনায় তানভীর আহমেদ ভূঁইয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। পরে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মাহবুবুর রহমান বাবুল ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কিশোরকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করেন তানভীর আহমেদ ভূঁইয়া। বিষয়টি স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এসময় তার দেয়া তথ্যমতে ঘরের মেঝের মাটি খুঁড়ে দুটি পাইপগান ও একটি গ্যাসগান উদ্ধার করা হয়। এছাড়া ঘটনার সময় স্থানীয়রা একটি ককটেল উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক তানভীরের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তিতাস থানায় একাধিক মামলা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
মন্তব্য চালু নেই