অ্যানাবেল’র আসল গল্পটি জানলে শিউরে উঠবেন আপনিও!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/annabelle.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
হলিউডে গা ছমছমে ভূতের ছবির অভাব নেই। এর মধ্যে অনেকগুলি সিনেমাই আসল ঘটনার ওপর তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়।
সম্প্রতি তেমনই একটি ভূতের সিনেমা মুক্তি পেয়েছে, অ্যানাবেল-২।
একটি পুতুলকে নিয়ে এই ছবি। এটাই প্রথমবার নয়, এর আগে ‘কনজিওরিং’ ও অ্যানাবেল’ নামে দুটি ছবি তৈরি হয়েছিল এই সিরিজের। তবে অনেকেই জানেন না, সিনেমায় যে পুতুলটিকে দেখানো হয়েছে সেই রকম একটি পুতুল বাস্তবে রয়েছে।
প্যারানর্মাল ইনভেস্টিগেটার্স এড অথবা লোরেন-ওয়ারেনের মিউজিয়ামে দেখতে পাওয়অ যায় এটিকে, যার আসল নাম ‘অ্যান ডল’। কানেকটিকাটের এই মিউজিয়ামে ‘অ্যানাবেল’ নামের এই পুতুলটি সকলের কাছে আকর্ষণীয় বিষয়। এই পুতুলের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি বাস্তব ঘটনা।
জানা যায়, ১৯৭০ সালে ডোনা নামের একটি মেয়েকে তার জন্মদিনে এই পুতুলটি উপহারে দেন তার মা। নার্সিং এর পড়াশুনা করার জন্য ডোনা তার বন্ধুর সঙ্গে থাকতো। প্রথমে সবকিছু ঠিক ছিল কিন্তু এরপরে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পুতুলটি কখনও নিজের জায়গা থাকতো না। তাকে বিভিন্ন রকম জায়গায় পাওয়া যেতো। এরপর বাড়িতে বিভিন্ন জায়গায় ‘হেল্প মি’ লেখা দেখতে পাওয়া গেলো। সবথেকে ভয়ানক বিষয়টি হল পুতুলের মধ্যে রক্তও দেখতে পাওয়া যেতো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন