আইপিএলে মুশফিক-মাহমুদউল্লাহরা কোন দলে খেলছেন?
রাতে পোহালেই আইপিএলের নিলাম। মঙ্গলবার ভারতের জয়পুরে অনুষ্ঠিত হবে আইপিএলের ১২তম আসরের প্লেয়ার ড্রাফট। প্লেয়ার বেচাকেনার এই আসর শেষে জানা যাবে মুশফিক-মাহমুদউল্লাহরা কোন দলে খেলছেন।
তবে এবারের আইপিএলের নিলামে বিরাট কোহলির চেয়ে বাজারমূল্য বেশি লাসিথ মালিঙ্গা, কোরি আন্ডারসন, অঞ্জোলো ম্যাথিউস এবং ব্রান্ডন ম্যাককলামের। আইপিএলের নিলামে বেস প্রাইজ ২ কোটি। সেই তালিকায় নেই কোনো ভারতীয় ক্রিকেটার।
নিলামের তালিকায় আছেন ২২৮ জন ভারতীয়সহ মোট ৩৫০ জন ক্রিকেটার। এই তালিকায় থেকেই নিজেদের পছন্দের ক্রিকেটারকে দলে নেবেন আইপিএলের আট ফ্রাঞ্চাইজি।
আইপিএলের গত আসরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১১.৫ কোটিতে বিক্রি হওয়া জয়দেব উনাদকাটও নেই বেস প্রাইজে। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫ ম্যাচে ১১ উইকেট শিকার করে এই ক্রিকেটারকের ছেড়ে দিয়েছে রাজস্থান। তার এবার বেস প্রাইজ ধার্য হয়েছে দের কোটি টাকা।
১ কোটি বেস প্রাইসে আছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সামি।
ইশান্ত শর্মা ও নুয়ান ওঝাসহ ১৬ জন বিদেশি ক্রিকেটার আছেন ৭৫ লাখ বেস প্রাইজে। ৫০ লাখ বেস প্রাইজে রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ মোট ৬২ জন ক্রিকেটার রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন