আইসক্রিমেও মিলবে ভায়াগ্রা!
আইসক্রিমেও মিলবে ভায়াগ্রার ডোজ! কথাটা শুনতে অবাক করার মতো হলেও ঘটনাটি সত্য। ব্রিটেনের এক আইসক্রিম নির্মাণকারী প্রতিষ্ঠান তৈরি করেছে ভায়াগ্রা আইসক্রিম!
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি আইসক্রিম স্কুপে আছে ২৫ মিলিগ্রাম ভায়াগ্রা। অর্থাৎ এই আইসক্রিম যত খাবেন, তত তীব্র হবে কামনা, বাসনা!
কিন্তু হঠাৎ কেন এই ভায়াগ্রা আইসক্রিম তৈরি করা হয়েছে? জানা গেছে, ব্রিটেনের সাউথ ওয়েলসের এক ধনী ব্যক্তির বিশেষ অনুরোধেই এই বিচিত্র আইসক্রিম তৈরি করে ওই প্রতিষ্ঠানটি। এই ভায়াগ্রা আইসক্রিমের রেসিপি যার, তার নাম চার্লি হ্যারি ফ্র্যান্সিস।
চার্লি জানান, অর্ডার মতো আইসক্রিমে ভায়াগ্রা মেশানো হয়েছে। আর স্বাদে চমক আনতে এরই সঙ্গে যুক্ত করা হয়েছে শ্যামপেনও। সব মিলিয়ে অভিনব মিশেলে তৈরি হয়েছে এই ভায়াগ্রা আইসক্রিম! আইসক্রিম বাড়াবে যৌন ইচ্ছা, সঙ্গে নেশাও। সূত্র : জি নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন