আখাউড়ায় ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
পবিত্র শবেকদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, রোববার লাইলাতুল কদর উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামীকাল সোমবার বন্দর খোলা থাকলেও ঈদুল ফিতর উপলক্ষে ৪ জুন থেকে ৯ জুন রোববার পর্যন্ত টানা ছয় দিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছেন স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আগামী ১০ জুন থেকে এ স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে সাত দিন আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন