আগামী বছরের অক্টোবরে সংসদ নির্বাচন হতে পারে : অর্থমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/211859muhit1-kalerkantho-pic.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঈদুল আজহার ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার বিএনপিকে নির্বাচনে আসার ব্যাপারে অনেক সুযোগ করে দিয়েছে। আশা করি বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে মনে হচ্ছে আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন এগিয়ে আসছে বলে মনে হচ্ছে।’
মিয়ানমারে রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘অং সান সু চি শান্তিতে একজন নোবেল বিজয়ী পারসন। তার দেশে এ ধরনের অমানবিক ঘটনা মোটেই কাম্য নয়। রোহিঙ্গাদের নির্যাতন করা, দেশে ঠাঁই না দেওয়া; এটা একটা ঘৃণিত অপরাধের কাজ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন