আগুন লাগা ভবনে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে : ফায়ার সার্ভিস

বনানীর আগুন লাগা ভবন এফআর টাওয়ারে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

দেবাশিষ বলেন, ‘ভবনের ভেতরে ফোম এবং সিনথেটিক ফাইবার উপাদানে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। ডেকোরেশনগুলো বেশিরভাগই ফোম ও সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি। এ কারণে ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে।’

দেবাশিষ বলেন, ‘বনানীর এফআর টাওয়ার থেকে এখন পর্যন্ত শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। ২৫টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করছে। এখনও ঘণ্টাখানেক লেগে যেতে পারে।’

ইতোমধ্যে ঘটনাস্থলে এসেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের ডিজি ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর সড়কের এফআর ভবনের নয়তলায় আগুন লাগে। আতঙ্কে শুরুতেই কয়েকজন ভবন থেকে ক্যাবল বেয়ে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হন।

সর্বশেষ এই আগুনে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। হতাহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

নিহতরা হলেন— পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।