আজও ঢাকা ছাড়ছে মানুষ, কমলাপুরে উপচে পড়া ভীড়
শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। গ্রামে পরিবারের সঙ্গে একত্রে ঈদ উদযাপন করতে ঈদের এক সপ্তাহ আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করেন অনেকে।
রাজধানী এখন প্রায় ফাঁকা।
ঈদ উদযাপিত হয়ে গেলেও তার আমেজ এখনো রয়ে গেছে। যারা ঢাকা ছেড়েছেন তারা এখনো ফিরতে শুরু করেননি। বরং ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরও ঢাকা ছাড়ছে মানুষ। আজ শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
মূলত যারা টিকেট সংগ্রহ করতে পারেননি তারাই এখন যাচ্ছেন। কেউবা ঈদের দিনটি ঢাকায় কাটিয়ে পরবর্তী ছুটির দিনগুলোতে গ্রামে কাটাতে চাইছেন। সেজন্যই তারা রাজধানী ছাড়ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন