আজব প্রথা,গরম কয়লায় শুইয়ে রাখা হল শিশুকে!

বয়স মাত্র দেড় বছর। সারা গা জড়ানো কলা পাতায়।

চিৎকার করে কাঁদছে। আর বাবা মা তাকে সদ্য নেভা কয়লার স্তরের ওপর শুইয়ে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন।

ভারতের কর্নাটেকর ধারওয়াড় জেলার আল্লাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। দরগার মধ্যে একটি শিশুকে কলা পাতায় মুড়ে গরম কয়লায় শুইয়ে রাখা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, তাপ আর ধোঁয়া থেকে বাঁচতে কাঁদছে ছেলেটি, উঠে আসার চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, বছরদুয়েক আগে ছেলের জন্মের কামনায় তার বাবা মা ঈশ্বরের কাছে মানত করেন। ছেলের জন্মের পর মানত রাখতে ওই দরগায় এসেছিলেন তাঁরা। কয়লার আগুন নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তাতে রাখা হয় শিশুটিকে। পুলিশের দাবি, কয়লা তখন ‘সামান্য’ গরম ছিল।

এই মানতরক্ষার জন্য সংশ্লিষ্ট বাবা মায়ের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি পুলিশ। তবে তাঁদের কাউন্সেলিংয়ের জন্য অনুরোধ করেছে শিশু কল্যাণ কমিটিকে।

কর্নাটক মন্ত্রিসভায় অল্পদিন আগে পাশ হয়েছে কুসংস্কার বিরোধী বিল। তারপরেও প্রকাশ্যে ঘটল এমন কাণ্ড।