আজিম উদ্দিন আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত
বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে উচ্চ শিক্ষার পথ প্রবর্তক, বিশিষ্ট সমাজসেবক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ সর্বসম্মতিক্রমে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগেও তিনি তিনবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনাব আহমেদ মিউচুয়াল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান।
তিনি দেশের শীর্ষস্থানীয় বেসরকারী ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে ৯ টি কোম্পানির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ছাত্র অবস্থায় তিনি খুব অল্প বয়সেই ১৯৬২ সালে ব্যবসা শুরু করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধ-পূর্ব অল্প সংখ্যক প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এবং স্বাধীনতার পর আরও সমৃদ্ধশালী ব্যবসায়ী হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত হন।
জনাব আহমেদ, ভ্রমণ উত্সাহী হিসেবে বিভিন্ন দেশ বিভিন্ন সময় ভ্রমন করেছেন। ব্যবসায়ী সম্প্রদায়ের একজন সম্মানিত নেতা হিসেবে তিনি বেশ কয়েকবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই), বাংলাদেশ ইনডেন্টিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকারস (বিএবি) সহ বিভিন্ন বাণিজ্য সংস্থার কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ কনজিউমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড মার্কেটর্স এসোসিয়েশন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৪০ সালের ৩০ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
জনাব আহমেদ আজীবন বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। সমাজে অত্যন্ত সম্মানিত ও বিনয়ী ব্যক্তি হিসেবে তিনি টানা মেয়াদে গুলশান ক্লাব, বারিধারা সোসাইটি এবং রোটারি ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি ছিলেন।
এছাড়া তিনি বহু সামাজিক ও জনহিতকর সংস্থার সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বহু ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন