আড়াই হাজার বছরের বদনাম ঘুচিয়ে কী ঘটালো এই কচ্ছপ?

পৃথিবীর মানুষ ধীরগামী কারোকে কচ্ছপ বলেই ডেকেছে। তুলনা করেছে খরগোশের দ্রুতগতির সঙ্গে।

সেই ঈশপের আমল অর্থাৎ ২৫০০ বছর আগে থেকে তার বদনাম ধীরগতি বলে। আজও পৃথিবীর মানুষ ধীরগামী কারোকে কচ্ছপ বলেই ডেকেছে। তুলনা করেছে খরগোশের দ্রুতগতির সঙ্গে। যদিও মহামতি ঈশপ তাঁর ফেবল-এ খরগোশকে হারিয়ে কচ্ছপকেই জিতিয়েছিলেন, তবুও তার বদনাম ঘোচেনি।

এই সব বদনাম সম্প্রতি ঘুচিয়ে দিল পল মিলহ্যাম নামে জনৈক ব্যক্তির পোষা কচ্ছপ। কচ্ছপের মনোরঞ্জনের জন্য একটা বেগুনি রঙের প্লাস্টিকের বল কিনেছিলেন মিলহ্যাম। কুকুর বা বেড়ালের জন্য যেমন কেনা হয়। কচ্ছপ বল নিয়ে কী করে দেখার জন্য ক্যামেরাও পেতে রেখেছিলেন আবডালে। সেই ক্যামেরাতেই ধরা পড়ল কচ্ছপ বাবাজীবনের কেরদানি। দেখা গেল অবিশ্বাস্য গতিতে কচ্ছপ বল নিয়ে খেলছে, যেমন কুকুর ও বেড়াল খেলে।